লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক

ইন্নাল হামদা ওয়ান্ নিয়মাতা, লাকাউল মুলক্ লা-শারিকা লাক্

আস্সালামু আ’লাইকুম

হজ্জ ইসলামের পঞ্চম ভিত্তি। আর্থিক স্বচ্ছল প্রত্যেক বালেগ মুসলমানদের উপর হজ্জ ফরজ।

  1. মহান আল্লাহপাক পবিত্র কালামে পাকে এরশাদ করেন, “মানুষের মধ্য হতে যারা কা’বা শরীফ গমন করার সামর্থ্য রাখে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর উপর ঐ গৃহের হজ্জ করা একান্ত কর্তব্য”।
  2. রাসূলে আকরাম (সা:) এরশাদ করেন, “শক্তি সামর্থ্য থাকার পরও যে হজ্জ করলো না সে ইহুদী বা খৃষ্টান হয়ে মারা যাক আমি তার জিম্মাদার নই।
  3. রাসূল (সা:) আরো বলেন, “যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ সমাপন করল এবং হজ্জ সমাপন কালে কোন প্রকার গুনাহের কাজে লিপ্ত হলো না সে বাড়ী প্রত্যাবর্তন কালে এমন নিষ্পাপ হয়ে ফিরল যেন সে সদ্য মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে”।
  4. রাসূল (সা:) বলেন, “পানি যেমন ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করে দেয়, হজ্জ তেমনি মানুষের মনের ময়লা পরিষ্কার করে দেয়।
  5. হজ্জ ইসলামী শরীয়াতের এমন একটি রোকন যা জীবনে একবারই ফরজ হয়।  হজ্জ মহান আল্লাহ প্রদত্ত মহান এবাদত যা পালন করতে দৈহিক পরিশ্রম,ও টাকা কড়ি যেমন প্রয়োজন,তেমনি এই আমলটি যাতে মাস্আলা-মাসায়েল মোতাবেক সুদ্ধ ভাবে আদায় হয় সে বিষয়টিও আবশ্যিক ভাবে নজরে রাখতে হয়। আলেম ছাড়া দ্বীনের বিষয় গুলো আমাদের অনেকের ভালো জানা থাকেনা। সে জন্য হজ্জের আমলটি অভিজ্ঞ আলেমগণের তত্বাবধানে থেকে তা আদায় করা অত্যন্ত জরুরী। তাই জীবনে যারা প্রথম হজ্জ করার নিয়ত করেছেন তাদেরকে আমাদের অত্র প্রতিষ্ঠানের একাধিক আলেমগণের তত্বাবধানে থেকে সহিহ্ শুদ্ধ ভাবে হজ্জ আদায় করার আমন্ত্রণ জানাচ্ছি।
  6. আমরা মনে করি যেহেতু হাজিগণ আল্লাহর মেহমান তাদের সেবা আমাদের গৌরব ও পূণ্য অর্জনের অন্যতম উসিলা, তাই বাণিজ্যিক চিন্তা প্রাধান্য না দিয়ে হজ্জ যাত্রীদের উন্নতসেবা দেওয়াকেই আমরা পবিত্র দায়িত্ব মনে করি। দেড় যুগেরও অধিক সময় ধরে পবিত্র মক্কা ও মদিনায় প্রবাস জীবনের অভিজ্ঞতার আলোকে হজ্জযাত্রীগণের তত্ত্বাবধান ও সেবাদান করা আমাদের জন্য অধিক সহজ।
  7. বর্তমান হজ্জ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সম্মানিত হজ্জযাত্রীগণ আমাদের উপর আস্থা রেখে আসছেন বলে অনেকেই একাধিক বার অত্র এজেন্সি থেকে হজ্জ আদায় করেছেন এবং করছেন।

যারা ২০২৬ সালে পবিত্র হজ্জব্রত পালনের জন্য মনস্থ করেছেন তাদেরকে মারহামাহ্ এয়ার ট্রাভেলস্ এন্ড ট্যুরস- এর আকর্ষনীয় হজ্জ প্যাকেজে সাদর আমন্ত্রণ।

২০২৬ সালে হজ্জ করার জন্য আপনার প্রাক-নিবন্ধন এবং নিবন্ধনের যেসব কাগজপত্র প্রয়োজন সে সম্পর্কে জানতে নিচের  প্রাক-নিবন্ধন বাটনে  ক্লিক করুন।

স্মরনীয় যে, ২০২৬ সালে হজ্জে যাওয়ার নিবন্ধনের শেষ তারিখ ১২ই অক্টোবর-২০২৫